পাবনা জেলার আঞ্চলিক ভাষায়ই সাধারণতঃ ফৈলজানা ইউনিয়নবাসী কথা বলে। তন্মধ্যে সামান্য স্বাতন্ত্র্য রয়েছে। ‘ভাত’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘বাত’ বলে। এছাড়া প্রায় সকল কথায় ‘ক’ কে ‘হ’ হিসেবে কথ্য ভাষায় ব্যবহার করে থাকে। ‘না’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘লয়’ হিসেবে ব্যবহার করে।
ফৈলজানা ইউনিয়নে মোট ৬টি সাংস্কৃতিক সংগঠণ/ক্লাব রয়েছে। এগুলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। সংগঠণ/ক্লাবগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলোঃ
০১। সুখের নীড় সমবায় সমিতি, পবাখালী, চাটমোহর, পাবনা।
০২। আশার আলো, কচুগাড়ী, চাটমোহর, পাবনা।
০৩। সুবজ সংঘ।
০৪। শরৎগঞ্জ যুব উন্নয়ন সমিতি, চাটমোহর, পাবনা।
০৫। ঝবঝবিয়া সমাজ উন্নয়ন সমিতি, চাটমোহর, পাবনা।
০৬। নেংড়ী- চিকনাই সমাজ কল্যাণ সমিতি, চাটমোহর, পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস